যশোরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

By যশোর প্রতিনিধি :

2 Min Read

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছোট ভাই শিহাব হোসেন (২১)। সোমবার (২ জুন) দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্রেফ একটি সাইকেল ব্যবহারকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধই রক্তাক্ত হত্যাকাণ্ডে রূপ নেয়।

নিহত শিহাব কাতারপ্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, পার্শ্ববর্তী এক বাড়িতে খানায় যাওয়ার জন্য সুমনের সাইকেল নিয়ে যান শিহাব। খানার দাওয়াত শেষে বাড়ি ফেরার পর সাইকেল ব্যবহারের বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন। গুরুতর আহত শিহাব মাটিতে লুটিয়ে পড়েন।

নিহতের মামা শুকুর আলী জানান, “চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলল, ‘মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, নাহলে আমি বাঁচব না।’”

স্থানীয়দের সহায়তায় শিহাবকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন বলেন, “তার পিঠের বাম দিকে গভীর ছুরিকাঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

শিহাবের মায়ের কান্নায় ভেঙে পড়া মুখে কেবল একটি কথাই শোনা যাচ্ছিল—“বাইসাইকেল নিয়ে ঝগড়া হচ্ছিল, দূর থেকেই টের পেয়েছিলাম…”

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “এটি একটি মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ড। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। একটি সাইকেল নিয়ে শুরু হওয়া সামান্য কলহ কীভাবে একটি প্রাণ কেড়ে নিল, তা ভেবে হতবাক স্থানীয় বাসিন্দারা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যশোরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

By যশোর প্রতিনিধি :

2 Min Read

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছোট ভাই শিহাব হোসেন (২১)। সোমবার (২ জুন) দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্রেফ একটি সাইকেল ব্যবহারকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধই রক্তাক্ত হত্যাকাণ্ডে রূপ নেয়।

নিহত শিহাব কাতারপ্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, পার্শ্ববর্তী এক বাড়িতে খানায় যাওয়ার জন্য সুমনের সাইকেল নিয়ে যান শিহাব। খানার দাওয়াত শেষে বাড়ি ফেরার পর সাইকেল ব্যবহারের বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন। গুরুতর আহত শিহাব মাটিতে লুটিয়ে পড়েন।

নিহতের মামা শুকুর আলী জানান, “চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলল, ‘মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, নাহলে আমি বাঁচব না।’”

স্থানীয়দের সহায়তায় শিহাবকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন বলেন, “তার পিঠের বাম দিকে গভীর ছুরিকাঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

শিহাবের মায়ের কান্নায় ভেঙে পড়া মুখে কেবল একটি কথাই শোনা যাচ্ছিল—“বাইসাইকেল নিয়ে ঝগড়া হচ্ছিল, দূর থেকেই টের পেয়েছিলাম…”

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “এটি একটি মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ড। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। একটি সাইকেল নিয়ে শুরু হওয়া সামান্য কলহ কীভাবে একটি প্রাণ কেড়ে নিল, তা ভেবে হতবাক স্থানীয় বাসিন্দারা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *