যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তগ্রামে হৃদয়বিদারক এক ঘটনায় স্ত্রীর মরদেহ মাঠে পড়ে থাকতে দেখা গেছে, আর তার স্বামী ঝুলছিলেন গাছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী মনিরুজ্জামান (৫২) ও স্ত্রী রেহেনা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৩ জুন) গভীর রাতে কলহের জেরে স্ত্রীকে হত্যা করেন মনিরুজ্জামান। এরপর পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে বিবাহিত। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই এই দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকত। তবে এমন মর্মান্তিক ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি সম্ভবত হত্যা ও আত্মহত্যার ঘটনা, তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। যদি এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে।
আপনার মতামত লিখুন