যশোরে ১০ শিক্ষার্থীসহ ২৩ সমকামী এইডসে আক্রান্ত, স্বাস্থ্যবিশেষজ্ঞদের উদ্বেগ

সীমান্তবর্তী জেলা যশোর এইচআইভি/এইডসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলায় নতুন করে ৩৪ জন এইডসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন শিক্ষার্থী ও ২৩ জন সমকামী রয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
সম্প্রতি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে ‘এইচআইভি বিষয়ক সহায়তা ও পরিষেবা বৃদ্ধি’ নিয়ে আয়োজিত এক সমন্বয় বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়। সভার আয়োজন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউএনএইডস ও ইউনিসেফ।
বৈঠকের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন। উদ্বেগের বিষয়, শিক্ষার্থী আক্রান্তের সংখ্যা গত বছরের ১১ জনের কাছাকাছি থাকলেও মাত্র ছয় মাসেই তা ১০ জনে পৌঁছেছে। এছাড়া ২৩ জন সমকামী এই রোগে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের এআরটি সেন্টারে ২২০ জন এইডস রোগী চিকিৎসাধীন, যাদের মধ্যে শুধু যশোর নয়, খুলনা বিভাগের অন্যান্য জেলার রোগীরাও রয়েছেন। যশোরের প্রায় ৩০ লাখ ৪৬ হাজার জনসংখ্যার মধ্যে প্রতি এক লাখ মানুষের মধ্যে একজন এইচআইভি/এইডস রোগী রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যশোরের সীমান্তবর্তী অবস্থান এবং স্থানীয় সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির প্রবণতা ভবিষ্যতে বড় হুমকি সৃষ্টি করতে পারে।
বৈঠকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতিরোধমূলক সেবা, সহজলভ্য চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত। উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, ইউনিসেফের এইচআইভি/এইডস বিষয়ক স্পেশালিস্ট ডা. জান্নাতুল ফেরদৌস, প্রকল্প পরিচালক ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও অন্যান্য চিকিৎসকবৃন্দ।
তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন উভয়েই বৈঠকে উত্থাপিত তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে যশোরে মোট ২৫ জন এইডসে আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছিল।
আপনার মতামত লিখুন