যশোর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

যশোর প্রতিনিধি :
প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ৮:৫০
যশোর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

যশোর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা ও ডাক্তারের অবহেলায় আয়েশা (৪০) নামে এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছে তার পরিবার। শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আয়েশা শহরতলীর আশ্রম রোডের বাসিন্দা বাবর আলীর স্ত্রী।

স্বামী বাবর আলীর অভিযোগ, সকাল ৬টার দিকে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসক বা নার্স কেউ কোনো চিকিৎসা দেননি।

তিনি দাবি করেন, “বুকে ব্যথা নিয়ে ভর্তি করা হলেও তাকে পেটের ব্যথার চিকিৎসা দেওয়া হয়েছে। ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে।”

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা কর্তব্যরত নার্সদের এক পর্যায়ে আটক করে রাখেন। পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করে তাদের উদ্ধার করেন।

এ ঘটনায় কোনো চিকিৎসক বা নার্স গণমাধ্যমের কাছে মন্তব্য দিতে রাজি হননি।