রামেক হাসপাতালে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

রাজশাহী প্রতিনিধি :
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ১২:৩১
রামেক হাসপাতালে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের ফলে হাসপাতালের প্রধান ফটক ও জরুরি বিভাগের সামনের এলাকাজুড়ে হাঁটুসমান পানি জমে গেছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, হাসপাতালের ভেতরের রাস্তাঘাট পানিতে ডুবে আছে।

কাদামাটিতে ভেজা চত্বর পেরিয়ে রোগীদের হুইলচেয়ার কিংবা স্ট্রেচারে ঠেলে নিয়ে যেতে হচ্ছে বহির্বিভাগে। অনেককে জুতা হাতে নিয়ে প্যান্ট গুটিয়ে হেঁটে যেতে দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এ বৃষ্টি হচ্ছে। আগামী দু-একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বিভিন্ন জেলা থেকে আসা রোগীরা জানাচ্ছেন, এই অব্যবস্থাপনায় চিকিৎসা নিতে এসে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

নগরীর বিনোদপুর থেকে আসা এক নারী রোগী বলেন, ভোরে বের হয়েছি, পানি আর কাদা পেরিয়ে হাসপাতালে ঢুকতেই কষ্ট হয়েছে। পুরো শরীর ভিজে গেছে।

স্থানীয়রা বলছেন, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বর্ষা এলেই দেখা দেয় এ জলাবদ্ধতা।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী জানান, তিনি মিটিংয়ে আছেন।

রোগী ও স্বজনদের অভিযোগ, দেশের অন্যতম বৃহৎ হাসপাতালে এ ধরনের জলাবদ্ধতা শুধু ভোগান্তিই নয়, বরং এটি হাসপাতালের ব্যবস্থাপনাগত দুর্বলতার প্রতিফলন। তারা দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান চান, যাতে বর্ষা এলেই আর এ দুর্ভোগে পড়তে না হয়।