রিধির প্রশ্নে কাঁদলেন তারেক রহমান

ছবি ভিডিও থেকে নেওয়া।
আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না? —ছাত্রদল নেতা নিখোঁজ পারভেজের কিশোরী মেয়ে রিধির কান্নাভেজা এই প্রশ্ন শুধু উপস্থিত সবাইকে নয়, লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আবেগাপ্লুত করে তোলে। বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে রিধির দেওয়া হৃদয়বিদারক বক্তব্যের সময় জায়ান্ট স্ক্রিনে বারবার চোখ মুছতে দেখা যায় বিএনপির শীর্ষ এই নেতাকে।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে এই দৃশ্য দেখা যায়। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটি’।
অনুষ্ঠানে গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। কিশোরী রিধির বক্তব্য ছিল সবচেয়ে হৃদয়স্পর্শী। সে জানায়, বহু বছর ধরে সে ও তার ছোট ভাই বাবার মুখ দেখেনি, স্পর্শ করতে পারেনি। বাবাকে কাছে পাওয়ার ব্যাকুল আহ্বানে আবেগে ভেঙে পড়েন অনেকেই।
অনুষ্ঠানের শুরুতেই শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চ্যুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠান শুধু রাজনৈতিক স্মরণ নয়, বরং পরিবার হারানো সন্তানদের কষ্ট ও বিচারের দাবিকেও জাতীয়ভাবে সামনে আনার একটি প্রয়াস।
আপনার মতামত লিখুন