লিটনের ফিফটি ও রিশাদদের বোলিং তোপে দাপুটে জয় বাংলাদেশের

দীর্ঘদিন পর ব্যাট হাতে জ্বলে উঠলেন লিটন দাস। তার ফিফটি ও শামিম হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে শক্তপোক্ত সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের ৯৪ রানে গুটিয়ে দিয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা।
ডাম্বুলায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারায় সফরকারী বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান তোলে বাংলাদেশ। জবাবে মাত্র ১৫.৪ ওভারে ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা।
বাংলাদেশের ব্যাটিং শুরুটা ছিল দুর্দান্ত নয়, বরং হতাশাজনক। দলীয় ৭ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। কিন্তু চাপে ভেঙে পড়েননি লিটন দাস। প্রথমে তাওহিদ হৃদয় (২৫ বলে ৩১) এবং পরে শামিম হোসেনকে সঙ্গে নিয়ে দলকে ঘুরে দাঁড় করান তিনি।
মেহেদী হাসান মিরাজ মাত্র ২ রান করে ফিরলেও লিটনের দৃঢ়তা ছিল প্রশংসনীয়। ৫০ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলে ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে বিদায় নেন তিনি। ইনিংসে ছিল ৫টি বিশাল ছক্কা ও ১টি চার।
শেষ দিকে শামিম হোসেনের ব্যাটে আসে ঝড়। ২৭ বলে ৪৮ রানের ইনিংসে মারেন ৫ চার ও ১ ছক্কা। তার ব্যাটেই রানটা ১৭৭-তে পৌঁছায়। তবে শেষ ওভারে পরপর দুই বলে রানআউট হয়ে যান শামিম ও জাকের আলি, ফলে স্কোর আর বড় হয়নি।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই রানআউট হন কুশল মেন্ডিস। এরপর লঙ্কান ইনিংস ধসে পড়ে একের পর এক। পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ৩২ রান (২৯ বলে), আর দাসুন শানাকা করেন ২০ রান (১৬ বলে)। বাকিরা ছিলেন নিস্তেজ।
রিশাদ হোসেন ৩ উইকেট নেন মাত্র ১৮ রানে। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।
এই জয়ে সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় ও শেষ ম্যাচ হবে সিরিজ নির্ধারণী। টাইগাররা আত্মবিশ্বাস নিয়ে সেই ম্যাচে নামতে পারবে, সন্দেহ নেই।
আপনার মতামত লিখুন