গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর, ১১১ কোটি টাকার কাজ দরপত্র ছাড়াই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ৯:১২
গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর, ১১১ কোটি টাকার কাজ দরপত্র ছাড়াই

২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান, শহীদদের স্মৃতি এবং আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনাগুলো স্মরণীয় করে রাখতে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৫ আগস্টের মধ্যে এ জাদুঘরের নির্মাণ ও সংস্কারকাজ শেষ করতে হবে। এসব কাজ হবে সরাসরি ক্রয়পদ্ধতিতে, অর্থাৎ কোনো দরপত্র ছাড়া।

আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, এ প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।

জানা গেছে, জাদুঘর নির্মাণকাজে থাকবে বৈদ্যুতিক ও যান্ত্রিক (ইএম) এবং পূর্ত অংশ। ইএম কাজের মধ্যে থাকছে বৈদ্যুতিক তার, সুইচসহ অন্যান্য বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম। পূর্ত অংশের আওতায় ইএম ছাড়া অবশিষ্ট নির্মাণ ও সংস্কারকাজ করা হবে।

বৈঠক সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় এই জাদুঘর গড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আগামী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

ইএম কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে শুভ্রা ট্রেডার্স, যার জন্য ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৩ লাখ টাকা। পূর্ত কাজ বাস্তবায়ন করবে দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, যার জন্য ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৩৭ লাখ টাকা।

এ ছাড়া বৈঠকে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) সংক্রান্ত পূর্ববর্তী চুক্তিগুলোতে নানা অসংগতি থাকায় তা পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, এসব চুক্তির সঙ্গে বিদেশি কোম্পানিগুলোর সম্পৃক্ততা রয়েছে এবং হাইকোর্ট থেকেও সেগুলো পর্যালোচনার নির্দেশনা রয়েছে।

তাই আলোচনার মাধ্যমে এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিয়েই বিষয়টি এগোনো হবে।