শ্রমিকলীগ নেতা নাজমুল হক ইমু গ্রেপ্তার

শ্রমিকলীগ নেতা নাজমুল হক ইমু
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি ও শ্রমিকলীগ নেতা নাজমুল হক ইমুকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকা থেকে র্যাব-৪ এর একটি অভিযানিক দল তাকে আটক করে। শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।
গ্রেপ্তার নাজমুল হক ইমু (২৯) আশুলিয়ার জামগড়া এলাকার বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে। তিনি আশুলিয়া থানা শ্রমিক লীগের সাবেক প্রচার সম্পাদক এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য। পাশাপাশি তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদেও ছিলেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, পলাতক অবস্থায়ও ইমু গোপনে আশুলিয়ায় আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছিলেন। স্থানীয় পলাতক নেতাকর্মীরা বিভিন্নভাবে তাকে অর্থায়ন করছিলেন।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ইমু। পরে কথিত সাংবাদিক পরিচয়ে প্রকাশ্যে আসেন এবং একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচার করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আবারও আত্মগোপনে চলে যান তিনি।
ওই ভিডিওতে ইমু অভিযোগ করেন, তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার “মাস্টারমাইন্ড” এবং তিনি লন্ডনে লুকিয়ে আছেন। এছাড়া বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিলেন বলে দাবি করেন তিনি এবং তাদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানান।
ওসি আব্দুল হান্নান জানান, র্যাব ইমুকে থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলছে।
আপনার মতামত লিখুন