সহায়তার বিলম্বে ক্ষোভ, শাহবাগে জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা

রাজধানীর শাহবাগে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ কার্যালয়ে হামলা চালিয়েছেন জুলাই আন্দোলনে আহত কিছু ব্যক্তি। মঙ্গলবারের এই ঘটনায় সহায়তার দ্বিতীয় ধাপের অর্থ না পাওয়ায় ক্ষোভ থেকে তারা হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়— কয়েক যুবক ফাউন্ডেশনের কাউকে গালাগালি করছেন, দরজা ভাঙার চেষ্টা করছেন এবং একজন স্ক্র্যাচ দিয়ে দরজায় বাড়ি মারছেন। একজন চিৎকার করে বলছেন, আমাদের জীবন শেষ। আরেকজন অভিযোগ করেন, তোদের সিইও আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে?
কামাল আকবর জানান, জুলাই আহতদের মধ্যে যারা গুরুতর অবস্থায় আছেন, তাদের সহায়তা দেওয়ার জন্য ফাউন্ডেশন একটি অগ্রাধিকার তালিকা করেছে। তবে তহবিল সংকটের কারণে সহায়তা বিলম্ব হচ্ছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার তহবিল থেকে ১০০ কোটি, বাংলাদেশ ব্যাংক থেকে ৫ কোটি এবং ব্যক্তিগত উৎস থেকে আরও ৫ কোটি টাকা পাওয়া গেছে। ৮০৫ শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা ও প্রায় সাড়ে ৬ হাজার আহতকে সহায়তা দেওয়ার পর বর্তমানে ফাউন্ডেশনের তহবিলে সংকট রয়েছে।
তিনি আরও বলেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সহায়তা দিতে সময় লাগছে। কারণ অ্যাকুরেসি না থাকলে ত্রুটি হতে পারে। আমরা তিন দিনের সময় নিয়েছি, সেটা নিয়েই তারা ক্ষিপ্ত হয়েছেন।
২০২৪ সালের ১০ সেপ্টেম্বর গঠিত এই ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা হলেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস। ছাত্র-জনতার জুলাই গণআন্দোলনের শহীদ ও আহতদের সহায়তায় এ ফাউন্ডেশন কাজ করছে।
আপনার মতামত লিখুন