সাপাহারে দেশের প্রথম ‘ম্যাংগো ফেস্টিভ্যাল’ ১৮ ও ১৯ জুলাই

নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’।
‘আমের বানিজ্যিক রাজধানী সাপাহার’ স্লোগানে উৎসব বসবে ১৮ ও ১৯ জুলাই, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে আম বাণিজ্যে নতুন দিগন্তের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
ম্যাংগো ফেস্টিভ্যালে থাকবে দেশি-বিদেশি বাজারে আম সরবরাহকারী প্রতিষ্ঠানের স্টল, আমজাত খাদ্যদ্রব্য, প্রক্রিয়াজাত পণ্য, চাষিদের প্রোফাইল এবং আমের নানা জাতের প্রদর্শনী।
উৎসবে অংশ নিতে পারবেন খুচরা ও পাইকারি ক্রেতারা, যাদের জন্য থাকবে বিশেষ ছাড়। মেলায় থাকবে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসও, যার মাধ্যমে আম কিনে দেশ-বিদেশে পাঠানো যাবে।
এছাড়াও আয়োজন করা হয়েছে ১০০ জন অংশগ্রহণকারীর জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এতে আম চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই দমন ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করবেন কৃষি বিশেষজ্ঞরা। উন্মুক্ত সেমিনারে আলোচনায় থাকবে আম রপ্তানি ও বাজার সম্প্রসারণের কৌশল।
প্রতিদিন বিকেলে আয়োজন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা। দর্শনার্থীদের আনন্দ দিতে এসব আয়োজন সাজানো হচ্ছে উৎসবমুখর পরিবেশে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, আম উৎপাদনে সাপাহার দেশের শীর্ষস্থানে থাকলেও চাষিরা এখনও বঞ্চিত। এ উৎসবের মাধ্যমে আমরা আমকে একটি শিল্পে রূপান্তরের পথে হাঁটছি।
বর্তমানে সাপাহারে ২০ হাজারের বেশি আম চাষি রয়েছেন এবং ১০ হাজার হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়। গত বছর এই অঞ্চলে প্রায় ৫ হাজার কোটি টাকার আম লেনদেন হয়েছে।
আয়োজকরা আশা করছেন, ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫ সফল হলে সাপাহারের আম আন্তর্জাতিক বাজারে আরও বেশি পরিচিতি পাবে এবং চাষিরা ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।
আপনার মতামত লিখুন