সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ১০:৪৯
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ এ রিমান্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে বিচারক তা আংশিক মঞ্জুর করে ৭ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। শুনানিকালে তার পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে, ২৪ জুলাই সকাল বেলা রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সেদিন বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে যাত্রাবাড়ী থানায় কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যাকাণ্ডে দায়ের হওয়া অপর একটি মামলায়ও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই বিচারক।