সাভারে গণধর্ষণের পর ১৩ বছরের মাদ্রাসাছাত্রীকে হত্যা, আটক ১

মোঃ মনির মণ্ডল, সাভার:
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ১২:১৫
সাভারে গণধর্ষণের পর ১৩ বছরের মাদ্রাসাছাত্রীকে হত্যা, আটক ১

সাভারে গণধর্ষণের পর ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাব্বির (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সাভারের নামাবাজার বেদে পল্লি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় ১৩ বছরের ওই মাদ্রাসাছাত্রীকে তিনজন মিলে গণধর্ষণ করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে একটি স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি গণধর্ষণ ও হত্যার মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মূলহোতা সাব্বিরকে গ্রেপ্তার করে। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, সাভার মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হলে মূল অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।