সামান্য বৃষ্টিতেই থৈ থৈ পানি, চরম ভোগান্তিতে উল্লাপাড়া বাজার

সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যাচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া বাজারে। টানা কয়েক দিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বাজারের প্রধান সড়ক ও আশপাশের গলিতে জমে থাকা পানির কারণে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পড়েছেন দুর্ভোগে। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিবারই এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে স্থানীয়দের।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাজারের দুই পাশে রয়েছে ফল, সবজি, মুদি, মাছ ও কাপড়সহ নানান ধরনের দোকান। এসব দোকানের সামনে ও ভিতরে পানি ঢুকে গেছে। অনেক দোকানি প্লাস্টিক দিয়ে পণ্য ঢেকে রাখছেন, কেউবা বাক্স উঁচু করে পানি থেকে রক্ষা করার চেষ্টা করছেন। রিকশা, ভ্যান ও পথচারীরা কাদাপানির ভেতর দিয়ে চলাফেরা করছেন, অনেকেই ছাতা বা পলিথিন দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। বাজারের কোথাও দৃশ্যমান ড্রেন নেই, কোথাও আবার ড্রেন থাকলেও তা ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে গেছে।
এক ফল বিক্রেতা বলেন, প্রতিদিন ভোরে দোকান খুলি, কিন্তু বৃষ্টির দিনে দোকানে আসতেও ভয় লাগে। পচনশীল জিনিসগুলো পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। লোকসানে পড়েছি প্রতিদিন। এক কাপড় ব্যবসায়ী বলেন, “বছরের পর বছর ধরে পৌরসভাকে বলছি যেন ড্রেনেজ ঠিক করে। আশ্বাস ছাড়া কিছু পাইনি। বর্ষা এলেই আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়।
পথচারীদের কথাতেও ফুটে উঠেছে ভোগান্তির চিত্র। কেউ কেউ পা পিছলে পড়ে যাচ্ছেন, কেউ বা নোংরা পানির সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছেন চর্মরোগে। স্কুল থেকে ফিরছে ভেজা পোশাকে শিশু শিক্ষার্থীরা। অনেকেই বাধ্য হয়ে বাজার এলাকা এড়িয়ে চলছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ড্রেন পরিষ্কারের কোনো নিয়মিত ব্যবস্থা নেই। অধিকাংশ ড্রেনের মুখ বন্ধ হয়ে পড়েছে, যার ফলে পানি বের হতে না পেরে পুরো বাজার এলাকা জলাবদ্ধ হয়ে থাকে। পৌরসভা মাঝে মাঝে পরিচ্ছন্নতার অভিযান চালালেও তা যথেষ্ট নয়, এবং তা নিয়মিতও হয় না বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দাবি তুলেছেন পরিকল্পিত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বাজার এলাকার ড্রেন ও সড়ক নিয়মিত পরিষ্কার, জলাবদ্ধ এলাকা চিহ্নিত করে সংস্কার এবং বর্ষাকালে জরুরি ভিত্তিতে বিকল্প পথ বা প্লাস্টিক ওয়াকওয়ে স্থাপন করার।
উল্লাপাড়া বাজার শুধু একটি ব্যবসায়িক কেন্দ্র নয়, এটি এখানকার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে কেনাকাটার জন্য আসেন। অথচ অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে পুরো বাজার এলাকার পরিবেশ এখন জনস্বাস্থ্য ও স্থানীয় অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উচিত, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া।
আপনার মতামত লিখুন