সারাদেশে বজ্রপাতে প্রাণ হারালেন ১১ জন

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ১২:৪৬
সারাদেশে বজ্রপাতে প্রাণ হারালেন ১১ জন

সারাদেশে বজ্রপাতে একদিনে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ও দুপুরে আকস্মিক বজ্রপাতে কুমিল্লা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

কুমিল্লা:
কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। মুরাদনগরের কোরবানপুরে ধান কাটার সময় বজ্রাঘাতে মারা যান জুয়েল ভূইয়া (৩৫) ও নিখিল দেবনাথ (৬০)। বরুড়ার পয়ালগুচ্ছ গ্রামে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে মারা যায় ষষ্ঠ শ্রেণির দুই স্কুলছাত্র ফাহাদ হোসেন (১৩) ও সায়মন হোসেন।

কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রামে বজ্রপাতে তিনজন প্রাণ হারিয়েছেন। অষ্টগ্রামে ধান কাটার সময় ইন্দ্রজিত দাস (৩০) ও স্বাধীন মিয়া (১৪) নিহত হন। মিঠামইনে ধানের খলায় কাজ করার সময় বজ্রাঘাতে নিহত হন ফুলেছা বেগম (৬০)।

সুনামগঞ্জ:
সুনামগঞ্জের শাল্লায় হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মারা যান কলেজছাত্র রিমন তালুকদার (২০)। তার সঙ্গে থাকা একটি গরুও বজ্রপাতে মারা যায়।

হবিগঞ্জ:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে দূর্বাসা দাশ (৩৫) নামে এক কৃষক নিহত হন। একই ঘটনায় তার ভাই ও বোনসহ তিনজন আহত হন। পাশাপাশি বানিয়াচং উপজেলায় এক কিশোর বায়েজিদ মিয়া বজ্রপাতে আহত হয়েছে।

নেত্রকোনা:
নেত্রকোনার কলমাকান্দায় মাদ্রাসা শিক্ষক দিদারুল হক বজ্রপাতে মারা যান। অন্যদিকে মদন উপজেলায় বজ্রপাতে মারা যায় মাদ্রাসা ছাত্র আরাফাত (১০)।