সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সুনামগঞ্জ শহর থেকে একটি সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বাহাদুরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা তিন যাত্রী নিহত হন এবং গুরুতর আহত হন আরও দুইজন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ওসি মো. হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী রয়েছেন। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাসড়কে বেপরোয়া গতি ও অনিয়ন্ত্রিত যান চলাচলই এই দুর্ঘটনার মূল কারণ। নিহতদের পরিবারের মাঝে চলছে শোকের মাতম।
আপনার মতামত লিখুন