সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ‘দাদা’ হচ্ছেন রাজকুমার

2 Min Read

ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গাঙ্গুলির জীবনীভিত্তিক চলচ্চিত্র নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ আজহারউদ্দিনের পর এবার বলিউডে আসছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। ইতিমধ্যে জানা গেছে, এই চলচ্চিত্রে সৌরভের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে রাজকুমার বলেন, দাদা (সৌরভ) তো আগেই বলে দিয়েছেন, এবার আমিও অফিসিয়ালি জানাচ্ছি—হ্যাঁ, আমি সৌরভ গাঙ্গুলির বায়োপিকে তার চরিত্রে অভিনয় করছি।

তবে এত বড় একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও তিনি বেশ নার্ভাস। রাজকুমার বলেন, আমি খুবই নার্ভাস। এটা একটা বিশাল দায়িত্ব। তবে নিঃসন্দেহে এটি হবে দারুণ রোমাঞ্চকর।

সৌরভের মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের চরিত্রে নিজেকে গড়তে শুরু করেছেন রাজকুমার রাও। জানা গেছে, চরিত্রে আরও বিশ্বাসযোগ্যভাবে অভিনয়ের জন্য তিনি বাংলা ভাষা শেখার ওপর জোর দিয়েছেন। স্ত্রী পত্রলেখা, যিনি নিজেও বাঙালি, তার কাছ থেকেই বাংলা উচ্চারণ অনুশীলন করছেন তিনি। পাশাপাশি সৌরভের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং স্টাইলের খুঁটিনাটি জানার জন্য পড়াশোনা ও প্রশিক্ষণও নিচ্ছেন।

চলচ্চিত্রটিতে সৌরভ গাঙ্গুলির ব্যক্তিজীবন থেকে শুরু করে তার ক্রিকেট ক্যারিয়ারের উত্থান, লড়াই, সাফল্য এবং ভারতীয় দলের সংস্কারের ভূমিকাসহ নানা গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে আসবে। ভারতের ক্রিকেট ইতিহাসে এক সাহসী ও দূরদর্শী অধিনায়ক হিসেবে সৌরভ যে প্রভাব রেখে গেছেন, তা সিনেমার পর্দায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

এই বায়োপিক পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানি এবং প্রযোজনা করছেন লাভ রঞ্জন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *