স্বৈরাচার ফিরে এলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো: নাসীরুদ্দীন পাটওয়ারী

“ভবিষ্যতে কেউ যদি স্বৈরাচার হয়ে ফিরে আসে, তার পরিণতি হবে শেখ হাসিনার মতো”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (৩০ জুলাই) রাতে আশুলিয়ার বাইপাইল ব্রিজের পাশে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সভার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির সমাপ্তি ঘটে।
পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান সরকার ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি করেছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। দেশের স্বার্থ রক্ষায় এসব চুক্তি জনসমক্ষে প্রকাশ করা জরুরি। তখনই বোঝা যাবে, ভারত আমাদের বন্ধু ছিল না শোষক।”
তিনি অভিযোগ করে বলেন, “পাঁচ দশক ধরে সীমান্তে কাঁটাতারের বেড়ার আড়ালে ফেলানির লাশ ফেলে এবং নানা উপায়ে বাংলাদেশের জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে ভারত। এমন নির্যাতন আধুনিক ইতিহাসে বিরল। এখন আবার নাগরিকত্ব আইনকে হাতিয়ার করে বাঙালি মুসলমানদের রাতের আঁধারে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চলছে।”
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি অভিহিত করে নাসীরুদ্দীন বলেন, “তিনি খুন করে পালিয়েছেন। ভারতের উচিত, শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। কারণ, শহীদদের মা-বোনেরা এখনো তার বিচারের অপেক্ষায়। বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
ভারতের জনগণের প্রতি কোনো বিদ্বেষ নেই বলেও উল্লেখ করেন তিনি। তবে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়ের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে দিন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন—পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, ঢাকা জেলার প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলা যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন