হাইকোর্টের আদেশ: বনশ্রীর মেরাদিয়ায় বসবে না কোরবানির পশুর হাট

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারীর পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গত ২১ এপ্রিল বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে আদালত তিন মাসের জন্য ওই ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেন এবং রুল জারি করেন।
রিটে বলা হয়, বনশ্রী একটি আবাসিক এলাকা। পশুর হাট বসালে তা আবাসিক এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। হাটে যানজট, শব্দদূষণ ও স্বাস্থ্যঝুঁকির মতো সমস্যা দেখা দেয়, যা এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। এসব বিবেচনায় স্থানীয়দের পক্ষ থেকে হাট বসানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
আপনার মতামত লিখুন