‘জুলাই শহীদ দিবস’ ১৬ জুলাই

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ১:৪৪
‘জুলাই শহীদ দিবস’ ১৬ জুলাই

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামী ১৬ জুলাই (বুধবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে অন্তর্বর্তী সরকার। এদিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতীয় শোক পালন করা হবে।

একইসঙ্গে শহীদদের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।