২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ১৫ দেশ

ইউরোপিয়ান বাছাই পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইতালি ও নেদারল্যান্ডস। শুক্রবার (১১ জুলাই) ইউরোপ অঞ্চলের কোয়ালিফায়ারে সাফল্যের মধ্য দিয়ে দুই দলই জায়গা করে নেয় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। আয়োজক হিসেবে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা।
২০২৪ বিশ্বকাপের সুপার এইটে খেলা সাতটি দল—বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র—স্বয়ংক্রিয়ভাবে ২০২৬ বিশ্বকাপেও অংশগ্রহণ নিশ্চিত করেছে।
আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি খেলার সুযোগ পেয়েছে আরও তিনটি দল—পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
অঞ্চলভিত্তিক বাছাই পর্ব থেকে প্রথম কোয়ালিফায়ার দেশ ছিল কানাডা, যারা আমেরিকা অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়। এরপর ইউরোপ অঞ্চল থেকে ইতালি ও নেদারল্যান্ডস যোগ হয় তালিকায়।
এখন পর্যন্ত নিশ্চিত হওয়া ১৫ দলের তালিকা হলো—
আয়োজক: ভারত, শ্রীলঙ্কা
সুপার এইট থেকে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র
র্যাঙ্কিং থেকে: পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড
বাছাইপর্ব থেকে: কানাডা, ইতালি, নেদারল্যান্ডস
বাকি পাঁচটি দল আসবে আফ্রিকা, এশিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কোয়ালিফায়ার থেকে, যেগুলোর খেলা এখনো অনুষ্ঠিত হয়নি।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ইতালি, তাদের সঙ্গে নেদারল্যান্ডসের উপস্থিতিও টুর্নামেন্টের বৈচিত্র্য এবং আন্তর্জাতিকতা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন