৩৩ বছরের আক্ষেপ ঘুচল শাহরুখ খানের

1 Min Read

বলিউড কিং শাহরুখ খান তাঁর দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে বহু ব্লকবাস্টার ছবি ও পুরস্কারের মালিক। তবু ‘স্বদেশ’ ও ‘চক দে ইন্ডিয়া’র মতো ভিন্নধর্মী সিনেমার জন্য জাতীয় পুরস্কারের অপেক্ষা ছিল ভক্তদের।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন।

এই পুরস্কার তাঁর অভিনীত দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর জন্য দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় পুরস্কার গ্রহণের জন্য শাহরুখ পোল্যান্ডে চলমান কাজ স্থগিত করে দিল্লি পৌঁছান। এর আগে আগস্টে চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশিত হয়েছিল।

সেরা অভিনেতা হিসেবে বিক্রান্ত মাসিওকে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত করা হয়েছে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি। এবারের দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন দক্ষিণী মহাতারকা মোহনলাল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *