জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি আইসিইউতে, শারীরিক অবস্থা স্থিতিশীল

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ৮:০৫
জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি আইসিইউতে, শারীরিক অবস্থা স্থিতিশীল

দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গতকাল রাতে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় তার। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঘাম দিতে থাকেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণে বুঝতে পারেন, অবস্থা গুরুতর। ফলে তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার সকালে সৃজিতের বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের মতে, রিপোর্ট পাওয়ার পরই তার সমস্যার প্রকৃত কারণ নির্ধারণ করা যাবে। এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, ঠিক কী ধরনের অসুস্থতায় ভুগছেন এই প্রখ্যাত নির্মাতা।

চিকিৎসকদের পক্ষ থেকে এখনো তার হাসপাতাল থেকে ছাড়পত্রের সম্ভাব্য সময় জানানো হয়নি।