বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ‘লেভেল ৩’ সতর্কতা, পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ নিষিদ্ধ

বিশেষ প্রতিনিধি, ঢাকা:
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ৪:৪৮
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ‘লেভেল ৩’ সতর্কতা, পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ নিষিদ্ধ

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দেশটির নাগরিকদের জন্য ‘Level-3: Reconsider Travel’ সতর্কবার্তা জারি করেছে। এতে বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের বরাতে বলা হয়েছে, যদিও ২০২৪ সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর সংঘর্ষ ও সহিংসতার মাত্রা কিছুটা কমেছে, তবুও পরিস্থিতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠতে পারে। শান্তিপূর্ণ সভা-সমাবেশও মুহূর্তে সহিংসতায় রূপ নিতে পারে, যা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

বড় শহরগুলোতে অপরাধের ঝুঁকি 

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, রাজধানী ঢাকা ও অন্যান্য প্রধান শহরে পকেটমারি, ছিনতাই, ডাকাতি এবং মাদক পাচারের মতো অপরাধে পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। যদিও বিদেশিদের লক্ষ্য করে অপরাধ সংঘটনের নির্দিষ্ট তথ্য নেই, তবুও এসব অপরাধ সময় ও এলাকাভেদে হঠাৎ ঘটে যেতে পারে।

পার্বত্য চট্টগ্রামে ভ্রমণে ‘Level-4’ সতর্কতা

বিশেষভাবে উল্লেখযোগ্য, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবানে— যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘Level-4: Do Not Travel’ শ্রেণির সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই অঞ্চলে সশস্ত্র সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণ এবং বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি উল্লেখ করে মার্কিন নাগরিকদের সম্পূর্ণভাবে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়,

     এই অঞ্চলে অপহরণের বেশিরভাগ ঘটনা পারিবারিক বিরোধ অথবা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে। একই সঙ্গে সেখানে গুলি, বিস্ফোরণ ও সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের ঘটনাও ঘটছে।

কক্সবাজার ও সিলেটে ভ্রমণে নিষেধাজ্ঞা নেই : 
তবে জনপ্রিয় পর্যটন এলাকা কক্সবাজার ও সিলেট ভ্রমণের ক্ষেত্রে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। পার্বত্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন কূটনৈতিকদের জন্যও ঢাকার কূটনৈতিক এলাকা ব্যতীত অন্য এলাকায় অপ্রয়োজনীয় চলাচল সীমিত করা হয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়।