শিক্ষার্থী পারভেজ হত্যা: গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ৫:৫১
শিক্ষার্থী পারভেজ হত্যা: গ্রেফতার ৩

নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ,ছবি ফেসবুক থেকে।

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ (২৩) হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার সোমবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় জাহিদুলের বড় ভাই হুমায়ুন কবির বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ মোট আটজনকে আসামি করা হয়।

পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিনজন—মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯), এবং আল আমিন সানি (১৯)—কে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের গলিতে চা ও সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলেন জাহিদুল। এ সময় সেখানে উপস্থিত তিনজন ছাত্রী অভিযোগ করেন, তাদের ইভটিজিং করা হয়েছে। ছাত্রীরা ঘটনাস্থলে তাদের বন্ধুদের ডাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে ডেকে ঘটনার মীমাংসা করে দেয়।

তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে এলএলবি ও ইংরেজি বিভাগের ছাত্র মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী রাজধানীর হাজারীপাড়া এলাকা থেকে বহিরাগত কয়েকজন যুবক এনে জাহিদুলের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তারা জাহিদুলকে গুরুতর আহত করে পালিয়ে যায়। জাহিদুল দৌড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এসে পড়লে সেখানেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ: ছুরিকাঘাতে ছাত্র নিহত