উখিয়ায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামিসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ তিনজনকে আটক করেছে র্যাব। শনিবার (২৬ এপ্রিল) ভোররাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মামলার প্রধান আসামি আবুল ফজল বাবুল (৩৭), দ্বিতীয় আসামি মাহমুদুল হক (৩০) ও ষষ্ঠ আসামি মো. রায়হান (১৯)। তারা সকলেই উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা নাজির হোসেনের ছেলে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, জমি বিরোধের জেরে সংঘটিত চার খুনের ঘটনায় এই তিনজন সরাসরি জড়িত এবং মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি আরও জানান, ভোররাতে পাতাবাড়ী এলাকায় এক বসতঘরে অবস্থানের খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালায়। ঘরটি ঘিরে ফেলার পর ৩-৪ জন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গত ৬ এপ্রিল জমি বিরোধকে কেন্দ্র করে কুতুপালংয়ে দুই পক্ষের সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড কমিটির সভাপতিসহ উভয় পক্ষের তিনজন নিহত হন। পরে আহতদের মধ্যে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতদের মধ্যে ছিলেন আব্দুল মান্নান, রওশন আরা ও শাহিনা আক্তার। ওই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়—একটি আব্দুল মান্নান, রওশন আরা ও শাহিনা আক্তারের হত্যার ঘটনায় এবং অপরটি জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুর ঘটনায়।
আপনার মতামত লিখুন