সিরিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ৩:০৪
সিরিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ

প্রতীকী ছবি, ইন্টারনেট থেকে।

সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ জুন) এই আদেশে স্বাক্ষর করেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাসেরও বেশি সময় পর এ পদক্ষেপ গ্রহণ করলো যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের নির্দেশনার পর সিরিয়ার উন্নয়ন, সরকার পরিচালনা এবং দেশ পুনর্গঠনে যুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর আর্থিক নিষেধাজ্ঞাগুলো জারি হয়েছিল ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর আগেই। এসব নিষেধাজ্ঞা আসাদ সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে আরোপ করা হয়, যা পরবর্তীতে দেশটির অর্থনীতি এবং পুনর্গঠন প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

মধ্যপ্রাচ্যে মে মাসে ট্রাম্পের সফরের সময় সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সে প্রতিশ্রুতি অনুযায়ীই এখন কার্যকর পদক্ষেপ নেওয়া হলো।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সিরিয়াকে সমর্থন করে, যে দেশ নিজে এবং তার প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করবে।

তিনি আরও জানান, একটি ঐক্যবদ্ধ সিরিয়া কখনোই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আশ্রয়স্থল হবে না এবং সেখানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। এটাই আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির ভিত্তি হবে।

তবে বাশার আল-আসাদ ও তাঁর সহযোগীরা, আইএসআইএল (আইএসআইএস), ইরান এবং ইরানের মিত্রদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও জানায়, ট্রাম্পের আদেশ অনুসারে এখন পর্যন্ত সিরিয়ার ৫১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে কিছু নিষেধাজ্ঞা এখনও বহাল রাখা হয়েছে, যা ধাপে ধাপে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।