ক্যান্সারে আক্রান্ত জাবির শিক্ষার্থী চূড়ান্ত সাহার পাশে দাঁড়ানোর আহ্বান

চূড়ান্ত সাহা, ছবি - সংগৃহীত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী চূড়ান্ত সাহা এক বিরল ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। বিশ্ববিদ্যালয়ের ৪৬তম আবর্তনের এই শিক্ষার্থী শুধু একাডেমিক অঙ্গনে নয়, সাহিত্য, নাট্যচর্চা ও সংস্কৃতি আন্দোলনেও রেখেছেন উজ্জ্বল স্বাক্ষর।
চূড়ান্ত সাহা এই সময়ের একজন প্রতিশ্রুতিশীল কবি, নাট্যকর্মী ও সাংস্কৃতিক সংগঠক। কবিতার মাসিক পত্রিকা প্রকাশ এবং ‘গণকৃষ্টি’ নামের সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রণী। মঞ্চাভিনেতা হিসেবে ‘স্বর্ণবোয়াল’, ‘নিমজ্জন’সহ একাধিক নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। দর্শন ও যুক্তিবাদী চর্চায় তিনি ছিলেন নিবেদিতপ্রাণ।
ইতোমধ্যে তার দুইটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ‘বৈকুণ্ঠ হঠাৎ করে চিৎকার করে—কেউ আছো?’ (২০১৯) এবং ‘পরোক্ষ যাত্রী ও তিনটি কবিতা’ (২০২৫)।
২০২৪ সালের অক্টোবর মাসে চূড়ান্তের শরীরে ধরা পড়ে Sinonasal Carcinoma নামক বিরল ক্যান্সার, যা নাক, চোখ ও চোয়ালের পাশে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে তিনি ভারতের বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে চিকিৎসা শুরু করেন।
নভেম্বর ২০২৪ থেকে শুরু হওয়া প্রথম ধাপের কেমোথেরাপি ও রেডিয়েশনসহ চিকিৎসায় ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় ২৬ লাখ টাকা, যা তার পরিবার বহন করেছে।
তবে ক্যান্সার পুরোপুরি নির্মূল না হওয়ায় চিকিৎসকরা অবিলম্বে চোখ ও চোয়ালে অস্ত্রোপচার, এরপর পুনরায় কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির পরামর্শ দিয়েছেন। এই চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে জরুরি ভিত্তিতে প্রয়োজন প্রায় ৪০ লক্ষ টাকা।
চূড়ান্ত সাহার পরিবার এত বিপুল ব্যয় বহনে সম্পূর্ণরূপে অক্ষম। একমাত্র ভরসা এখন মানুষের সহানুভূতি, সহযোগিতা এবং মানবিক সহচর্য।
তার প্রাণ রক্ষায় সমাজের সচেতন মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে বন্ধু ও সহপাঠীদের পক্ষ থেকে।
অন্যদিকে চূড়ান্ত সাহার চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্ট ও আর্ট ক্যাম্পের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই, শুক্রবার, টিএসসির সঞ্জীব চত্বরে, বিকেল ৩টা থেকে। দেশবরেণ্য শিল্পী, সংগীতশিল্পী, নাট্যব্যক্তিত্ব ও চিত্রশিল্পীদের অংশগ্রহণে আয়োজনে থাকবে গান, কবিতা, চিত্রকর্ম।
সাহায্য পাঠানোর তথ্য:
বিকাশ ও নগদঃ 01521323427 (শামীম, অর্থনীতি-৪৬) 01406486876 (পার্থ, নাটক-৪৬) 01716551982 (নবীন, নাটক-৪৯)
ব্যাংক হিসাব:
MD SHAIFUL ISLAM SHAMIM
IFIC Bank Ltd, Ashulia Branch
Account No: 0230156554851
Routing No: 120260225
SWIFT Code: IFICBDDH
আপনার মতামত লিখুন