তিন অঙ্গসংগঠনের পৃথক কর্মসূচিতে উত্তাল হবে রাজপথ

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ১১:৪১
তিন অঙ্গসংগঠনের পৃথক কর্মসূচিতে উত্তাল হবে রাজপথ

দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং রাজনৈতিক মব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে তিনদিনব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

এই কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার (১৪ জুলাই) বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল, মঙ্গলবার (১৫ জুলাই) স্বেচ্ছাসেবক দল এবং বৃহস্পতিবার (১৭ জুলাই) যুবদল। রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে একযোগে এ কর্মসূচি পালিত হবে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের সব জেলা ও মহানগরে স্থানীয় ছাত্রদল ইউনিটগুলোর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিরুদ্ধে ১৫ জুলাই স্বেচ্ছাসেবক দল রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে।

যুবদলের পক্ষ থেকে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দমন-পীড়ন এবং ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৭ জুলাই যুবদল কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরে এবং সারা দেশের জেলা-মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

তিন অঙ্গ সংগঠনই এই কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ ও কার্যকর প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।