পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে মৃত্যু ১০৫, ব্যাপক ক্ষয়ক্ষতি পাঞ্জাবে

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ৪:৪৮
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে মৃত্যু ১০৫, ব্যাপক ক্ষয়ক্ষতি পাঞ্জাবে

ছবি - সংগৃহীত।

পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টি ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১০৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ২১১ জনের বেশি। গত ২৬ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে এসব প্রাণহানি ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

প্রাণহানির মধ্যে রয়েছেন ৪৯ জন শিশু, ৩৮ জন পুরুষ এবং ১৮ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যুর খবর এসেছে খানেওয়াল এলাকা থেকে।

বন্যা ও বৃষ্টিপাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো ও বসতবাড়ি। এনডিএমএ’র তথ্য মতে, ১০ কিলোমিটারেরও বেশি সড়ক এবং ৯টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধসে পড়েছে ১৪৫টি বাড়ি এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩১০টি বাড়ি।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাঞ্জাব প্রদেশে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, সেখানে ৪৪ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছেন। ধসে পড়েছে ৫০টি বাড়ি, মারা গেছে ছয়টি গবাদিপশু।

পাঞ্জাবে মৃত্যুর কারণগুলোর মধ্যে ভবনধসে ২৭ জন, বজ্রপাতে ৫ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জন এবং পানিতে ডুবে প্রাণ গেছে আরও ৮ জনের।

পিডিএমএ মহাপরিচালক জানিয়েছেন, আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।