ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: সংগৃহীত।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দলটির আয়োজিত গণসমাবেশে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন মামুনুল।
তিনি বলেন, ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি। হাজারো শহীদের রক্তে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের ওপর আজ ষড়যন্ত্রের ছায়া পড়েছে। আমরা সেই ষড়যন্ত্রের পাতা ছিঁড়ে ফেলেছি—দলীয় গোলামির শিকল ভেঙে খান খান করেছি।
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। এমন কোনো সিদ্ধান্ত নিলে, জনগণের ম্যান্ডেট ছাড়া তা মানা হবে না। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল নির্বাচিত সরকারেরই আছে, তিন দিনের মেহমান সরকার নয়।
তিনি আরও বলেন, আমরা চাই এই অন্তর্বর্তী সরকার উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করুক। সেই পথেই দেশের স্থিতিশীলতা ফিরবে।
গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জেলা আমির মুফতি ইব্রাহিম খলিল নোমানীসহ অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন