মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ৬:৩৩
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর একটি জঙ্গি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৭৮ জন, যাদের বেশিরভাগই শিশু।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান।

তিনি বলেন, গতকালকের ভয়াবহ দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের মধ্যে আরও আটজন গত রাতেই মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০। সেখানে বর্তমানে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া সিএমএইচে ২৮ জন ভর্তি আছেন, যাদের মধ্যে অনেকে আইসিইউতে।

সায়েদুর রহমান আরও জানান, সিএমএইচে পাঠানো মৃতদেহের সংখ্যা ১৫। এর মধ্যে ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, ৬ জন এখনও শনাক্ত হয়নি। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পাইলট, একজন শিক্ষিকা ও ২৫ জন শিশু রয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢামেকে এক শিশুর মৃত্যু হয়েছে, বর্তমানে সেখানে আইসিইউতে রয়েছেন দুজন। ইউনাইটেড হাসপাতালে একজনকে মৃত অবস্থায় নেওয়া হয়। এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও উত্তরা আধুনিক হাসপাতাল থেকেও দেহাবশেষ উদ্ধার হয়েছে।

সায়েদুর রহমান বলেন, আমরা খুব কঠিন সময় পার করছি। বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। প্রয়োজন হলে বিদেশে পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ চলছে, হাইকমিশনারও সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দিয়াবাড়িতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় এবং স্কুল চত্বরে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ।