সচিবালয়ের সামনে পুলিশের লাঠিচার্জে আহত ৪০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ১:২০
সচিবালয়ের সামনে পুলিশের লাঠিচার্জে আহত ৪০ শিক্ষার্থী

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ৪০ জন শিক্ষার্থী। আহতদের মধ্যে ৩-৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, ছোড়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে সচিবালয়ের বাইরে চলে যান এবং পরে গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।

সকাল থেকে চলমান এই আন্দোলনে শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জানাচ্ছিলেন। রাজধানীর সাইন্সল্যাব এলাকায় অবস্থিত ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়ে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হন।

আন্দোলনকারীদের দাবি, সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য ২০ মিনিট সময় চান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিনিধি না আসায় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন এবং বাধা অতিক্রম করে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এই ধরনের স্লোগান দিতে দিতে সচিবালয়ের সামনে জড়ো হন। পরিস্থিতি এখনো উত্তপ্ত থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।