মাইলস্টোনের শোক ছাপিয়ে : পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ৪:৩৪
মাইলস্টোনের শোক ছাপিয়ে : পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

দিনটা ছিল শোকের—মাত্র একদিন আগেই মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছেন অসংখ্য শিক্ষার্থী। সেই শোক বুকে নিয়েই আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। লক্ষ্য ছিল পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়। ফাহিম আশরাফের প্রতিরোধের পরও শেষ পর্যন্ত ইতিহাস গড়েছে টাইগাররা ৮ রানের রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল লিটন দাসের দল।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোমাঞ্চ, নাটকীয়তা আর বীরত্বে ভরপুর লড়াইয়ে ১৩৩ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান গুটিয়ে যায় ১২৫ রানে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বাংলাদেশ সিরিজ জিতে নেয়, যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি নতুন মাইলফলক।

চাপের মুখে লড়াইয়ে জাকের-মেহেদী

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে যখন ধ্বংসস্তূপে রূপ নিচ্ছিল ইনিংস, তখন হাল ধরেন জাকের আলী। ৪৮ বলে ৫৫ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। অন্যপ্রান্তে শেখ মেহেদী হাসান ২৫ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই জুটির দৃঢ়তায় ২০ ওভারে দল পৌঁছায় ১৩৩ রানে।

আগুনে বোলিংয়ে পাকিস্তানকে রুখে দেয় টাইগাররা

১৩৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ইনিংসের শুরু থেকেই ছন্দ হারায়। পাওয়ারপ্লেতেই তারা হারায় পাঁচ উইকেট। শরীফুল ইসলামের টাইট বোলিং (৪-০-১৭-২), শেখ মেহেদী (৪-০-২৫-২) এবং তানজিম সাকিবের ধারাবাহিক আক্রমণে পাকিস্তান পড়ে চাপে।

৪৭ রানে ৭ উইকেট হারিয়ে যখন ম্যাচ প্রায় হাতছাড়া, তখন লড়াইয়ে ফেরার চেষ্টা করেন ফাহিম আশরাফ। মাত্র ৩১ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি—চারটি চার ও চারটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল ৪৬ রান, যা কমে দাঁড়ায় ৬ বলে ১৩। কিন্তু রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের কুল হেড বোলিংয়ে শেষ পর্যন্ত পাকিস্তান থেমে যায় ১৯.২ ওভারে ১২৫ রানে।