দুমকির ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

পটুয়াখালীর দুমকি থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি নাঈম হোসেন খানকে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নাঈম হোসেন খান দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমান খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি থানার উপপরিদর্শক (এসআই) সজীব হোসেনের নেতৃত্বে গাজীপুরের র্যাব ও বাসন থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
এর আগে গত ২৪ জুন ২০২৫ তারিখে শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস তালুকদারের মেয়ে মরিয়ম বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০১৮-এর ৯(১) ধারায় নাঈম হোসেন খানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ধর্ষণের ফলে মরিয়ম বেগম বর্তমানে একটি ৮ মাস বয়সী কন্যাশিশুর মা।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
আদালতের নির্দেশে ডিএনএ টেস্টের মাধ্যমে শিশুটির পিতৃত্ব নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন