জুলাই ঘোষণাপত্র: অংশগ্রহণকারীদের জন্য সরকারের ট্রেন ভাড়া

আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের আনুষ্ঠানিকতা। এই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতাকে আনার জন্য আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের আবার এসব ট্রেনেই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন।
রোববার রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ থেকে ট্রেন ভাড়ার চিঠি এসেছে। সে অনুযায়ী আট জোড়া ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা এগুলোকে বাণিজ্যিক ট্রিপ হিসেবে বিবেচনা করে ভাড়া দিয়েছি।”
ফাহিমুল ইসলাম আরও জানান, ট্রেনগুলো সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে ঢাকায় যাত্রী পরিবহন করবে।
তাঁর ভাষ্য, “বিকেলে অনুষ্ঠান শুরু হবে বলে ট্রেনগুলো ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকায় পৌঁছাবে। আবার সমাবেশ শেষে রাত ৮টা, ৯টা ও ১০টার মধ্যে এগুলো ফিরে যাবে। ট্রেনের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা না হয়।”
আপনার মতামত লিখুন