বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, খুলতে পারে ১৬টি জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি এখন প্রায় বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৭ মিন সি লেভেল (এমএসএল)।
পরিস্থিতি বিবেচনায় সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
রাতেই এক জরুরি বিজ্ঞপ্তিতে বিদ্যুৎকেন্দ্র জানায়, উজানে ভারী বৃষ্টিপাত ও হ্রদের পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় হ্রদ এখন পানিতে পরিপূর্ণ। জলকপাট খোলা হলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদী দিয়ে বেরিয়ে যাবে।
একই সঙ্গে জানানো হয়, হ্রদের পানিপরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পানির উচ্চতা বেড়ে গেলে আরও জলকপাট খুলে দেওয়া হবে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, “যদি হ্রদের পানির স্তর বাড়ে, তাহলে সোমবার বিকেলেই জলকপাট খুলে দেওয়া হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে খোলার সময় একদিন পিছিয়ে যেতে পারে।”
বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে, যা দিয়ে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে। এসব পানি কর্ণফুলী অববাহিকা পেরিয়ে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে মিশছে।
আপনার মতামত লিখুন