অবরোধে স্তব্ধ বরিশাল, দাবিতে অনড় শিক্ষার্থীরা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে ৫ম দিনের মতো অবরোধ চলছে। টানা আন্দোলনের ১৫তম দিনে এসে এ দাবিতে নগরজুড়ে কার্যত অচল অবস্থা বিরাজ করছে। কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দিয়ে সদর রোড অবরোধ করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।
এ সময় হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে একজনকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী সিফাত বলেন, “দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাত সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ এখনো কোনো আলোচনায় বসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
জিয়াউল হাসান বলেন, “স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে হবে। অন্যথায় আন্দোলন থামানো যাবে না।”
শান্ত খান জানান, অনশনে বসা দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হলেও সরকার দাবি মানছে না, বরং পুলিশ ও সেনা ব্যবহার করে ভয় দেখাচ্ছে।
তাঁর অভিযোগ, “এটি ফ্যাসিবাদী আচরণ। স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।” আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সদর রোড স্কুলের শিক্ষার্থীরাও সড়ক অবরোধে অংশ নেয়।
আন্দোলনকারীরা বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
এর আগে, রোববার হাসপাতাল সংস্কারের জন্য তিন মাস সময় চেয়ে বক্তব্য দেন পরিচালক মশিউর মুনির।
আপনার মতামত লিখুন