বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললেন যুবক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া গ্রামে গত সোমবার সকালে এক দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলেছেন সুমন হোসেন (২০) নামের এক যুবক। বাকিতে সিগারেট না দেওয়ায় ওই ঘটনাটি ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দোকানি আমানুজ্জামান (৪৫)কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ ও সূত্র মতে, আমানুজ্জামানের দোকানে প্রতিবেশী সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে গেলে দোকানি বকেয়া টাকা পরিশোধের কথা বলে। এর ফলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাত করার চেষ্টা করেন, যা ব্যর্থ হয়।
এরপর তিনি দোকানির ডান কান কামড়ে ছিঁড়ে ফেলে দ্রুত পালিয়ে যান।
স্থানীয়রা আহত আমানুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। আমানুজ্জামানের বড় ভাই নাজমুল ইসলাম মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ প্রথম আলোর কাছে বলেন, “আমরা আসামিকে ধরার জন্য অভিযান চালাচ্ছি।”
আপনার মতামত লিখুন