পাল্লেকেলেতে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ, তবে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

খেলা ডেস্ক :
প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ৮:১৬
পাল্লেকেলেতে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ, তবে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

বাংলাদেশ ক্রিকেট দল।

শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে এখন ১–১ সমতা। আজ মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে। তবে ঐতিহাসিক ম্যাচের আগে বৃষ্টি ছায়া ফেলেছে টাইগারদের সম্ভাবনায়।

আবহাওয়া পূর্বাভাস বলছে, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ। বিকেলে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র, তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হবে প্রায় ৩৫ ডিগ্রি। আকাশে থাকবে ৭০ শতাংশ মেঘ। পাল্লেকেলেতে এর আগেও ওয়ানডে ম্যাচগুলোয় বৃষ্টির প্রভাব দেখা গেছে। গত নভেম্বরে নিউজিল্যান্ড সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল এখানেই। আরও আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বৃষ্টির কারণে ওভার কমিয়ে খেলতে হয়েছিল পুরো সিরিজ।

বাংলাদেশের সিরিজ জয়ের ইতিহাস কী বলে?
গত এক দশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হেরে বাংলাদেশ পরবর্তী দুটি ম্যাচ জিতে সিরিজ জিতেছে মাত্র একবার ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আজ সেই সংখ্যাকে দুইয়ে নেয়ার সুবর্ণ সুযোগ। তাই আজকের ম্যাচ শুধুই সিরিজ নির্ধারণী নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি সম্ভাব্য মাইলফলক।

একাদশে পরিবর্তনের সম্ভাবনা আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে দুইটি পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি খেলতে না পারলে একাদশে আসতে পারেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। অপর পরিবর্তনটি হতে পারে পেস বিভাগে হাসান মাহমুদের জায়গায় ফিরতে পারেন ফিট তাসকিন আহমেদ।

পাল্লেকেলেতে রান তাড়া করে জেতার সম্ভাবনা বেশি। পাল্লেকেলের উইকেট সাধারণত ব্যাটারদের সহায়ক। প্রথম ইনিংসে গড় রান ২৪২ হলেও, রান তাড়া করা দলগুলো এখানে বেশি সফল হয়েছে। সময়ের সঙ্গে উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ হয়। সেক্ষেত্রে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সম্ভাব্য একাদশ – বাংলাদেশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

সম্ভাব্য একাদশ – শ্রীলঙ্কা
পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে/মিলান রত্ননায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা।