আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি বিএনপি মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ১:৫১
আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি বিএনপি মহাসচিবের

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই, এই ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপস নেই। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, সেই ঘোষিত সময়েই নির্বাচন চাই।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বিএনপির গুরুত্বপূর্ণ বৈঠকের পর যখন জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আশা জেগেছে, ঠিক তখনই একটি চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে। ফখরুল বলেন, এই চক্রান্ত নতুন নয়। ষড়যন্ত্রকারীরা চায় না দেশে নির্বাচন হোক, গণতন্ত্র ফিরুক।

তারেক রহমানকে নিয়ে অব্যাহত অপপ্রচার ও মিথ্যাচারের কড়া প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, লন্ডন বৈঠকে যখন তারেক রহমান বললেন এবার নির্বাচন হবে, তখন থেকে কিছু চক্রের মাথা খারাপ হয়ে গেছে। যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায়, তারা দেশের এবং গণতন্ত্রের শত্রু।

মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন একজন বিএনপি কর্মীর পাশবিক হত্যাকাণ্ডেরও তীব্র নিন্দা জানিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার আর মিটফোর্ডে বর্বর হত্যাকাণ্ড, এই দুটি বিষয়ই প্রমাণ করে ফ্যাসিবাদ চরমে পৌঁছেছে।

বিএনপি কোনো ষড়যন্ত্রে পা দেবে না এমন হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বল ন, তোমরা কোনো উসকানিতে পা দেবে না। যারা আজ অকথ্য ভাষায় তারেক রহমানকে গালমন্দ করছে, ভেবেছে আমরা ঘরে ঢুকে যাব তাদের বলি, বিএনপি বারবার ঘুরে দাঁড়িয়েছে, এবারও দাঁড়াবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিদায় দিতে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে আছি। আর যেন তারা ফিরে না আসতে পারে, সে জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।