কাশিমপুরে দেয়াল খুঁড়ে পালানোর প্রস্তুতি, ধরা পড়ল তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টা করার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। পালানোর জন্য তারা বিভিন্ন উপকরণ সংগ্রহ করে কক্ষের দেয়াল খুঁড়ছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
ঘটনার পর বৃহস্পতিবার রাতে কারাগারের জেলার আসাদুর রহমান বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা করেন।
পালানোর চেষ্টা করা আসামিরা হলেন—টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার রনি মহন্ত এবং কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু। তারা তিনজনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে সহকারী প্রধান রক্ষী মোখলেছুর রহমান তমাল ভবনের নিচতলার ১২ নম্বর কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে ৬ আগস্ট সকালে ওই কক্ষে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে পাওয়া যায়—একটি লোহার পাত, দুই টুকরা রড, কম্বল কেটে তৈরি ২৮ ফুট লম্বা রশি, কম্বল দিয়ে বানানো ২৫ ফুট বেল্ট, লোহার দুটি আংটা, ১০ ফুট লম্বা খুঁটি এবং অন্যান্য উপকরণ।
জিজ্ঞাসাবাদে বন্দিরা জানান, উদ্ধারকৃত জিনিসপত্র ছিল পলায়নের প্রস্তুতির জন্য। সুযোগ পেলে কিংবা অনুকূল পরিস্থিতি তৈরি হলে তারা কারাগার থেকে পালানোর পরিকল্পনা করেছিল।
কোনাবাড়ী থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, “কারাগারের জেলার দায়ের করা মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আপনার মতামত লিখুন