চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ৮:৫১
চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের মরদেহ উদ্ধার

সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

ডেসটিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে তিনি ছিলেন বিতর্কিত ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট।

চট্টগ্রাম কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, “তিনি রাতটি ক্লাবের গেস্ট হাউজে ছিলেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, বিস্তারিত জানতে আরও সময় লাগবে।”

হারুন-অর-রশিদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তিনি চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে।

২০০০ সালের ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০০২ সালের জুনে অবসর গ্রহণ করেন। পরে তাঁকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়।

অবসরের পর তিনি সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট পদে যোগ দেন।

তাঁর নেতৃত্বে ডেসটিনির ব্যবসায়িক পরিসর বিস্তৃত হলেও, প্রতিষ্ঠানটি পরে বিভিন্ন অনিয়ম, জালিয়াতি এবং গ্রাহক প্রতারণার অভিযোগে ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়ে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে তাঁকে গ্রেপ্তার হয়ে কারাগারেও যেতে হয়।

সাবেক সেনাপ্রধান হিসেবে তাঁর সামরিক অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাঁর বেসামরিক জীবনের নানা বিতর্ক আজও আলোচনার কেন্দ্রে রয়েছে।

মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।