ড্যাবের নির্বাচন: হারুন- শাকিল প্যানেল পরিচিতি সভা

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী ডা. হারুন-ডা. শাকিল পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘এ’ ব্লকের মিলনায়তনে আয়োজিত এই সভায় বিএনপিপন্থি কয়েক হাজার চিকিৎসক অংশ নেন।
সভায় সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন অর রশীদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. খালেকুজ্জামান দিপু।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সদস্য অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন এবং উপস্থিত ছিলেন ডা. শেখ ফরহাদ, ডা. এরফানুল হক, ডা. শামীম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক চিকিৎসক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে দেশের স্বাস্থ্যখাত চরম অব্যবস্থাপনা, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে ভেঙে পড়েছে।
তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনের সময় স্বাস্থ্যখাত বিপর্যস্ত হয়ে পড়েছে। বক্তারা আরও বলেন, “স্বৈরাচার পতনের পর জনগণ একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন এবং আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ করতে চাই।”
বক্তারা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং যুক্তরাজ্যের এনএইচএস মডেলকে অনুসরণ করে দেশে সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মো. মেহেদী হাসান বলেন, “জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের স্মরণকালের সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা শেষ হয়েছে। আমরা আশাবাদী, পূর্ণ প্যানেল বিজয়ী হবে।”
আপনার মতামত লিখুন