ঢাকা-নেপাল ফ্লাইটে বোমা আতঙ্ক, তল্লাশিতে মেলেনি কিছু

ডেস্ক নিউজ
প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ২:৫৭
ঢাকা-নেপাল ফ্লাইটে বোমা আতঙ্ক, তল্লাশিতে মেলেনি কিছু

ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে ‘বোমা থাকার’ গুজবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

অজ্ঞাত একটি ফোনকলের সূত্র ধরে বিকেল ৪টা ২৬ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটে (বোয়িং ৭৩৭-৮০০) বোমা থাকার আশঙ্কায় উড়োজাহাজটি থামিয়ে দেওয়া হয়। ফ্লাইটটিতে তখন ১৪২ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। উড়োজাহাজটি ট্যাক্সিওয়েতে থাকাকালীনই সতর্কতা জারি করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়। বিমানবাহিনীর টাস্কফোর্স ও এভসেক সদস্যরা সঙ্গে সঙ্গে বিমানটির চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলেন। পরে বাংলাদেশ বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল, এপিবিএনের ডগ স্কোয়াড এবং র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট তল্লাশি কার্যক্রমে যোগ দেয়।

ফ্লাইটের সকল যাত্রীকে নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে নেয়া হয়। দীর্ঘ তল্লাশির পর ফ্লাইটটিতে কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, তল্লাশির পর সাড়ে ৮টার কিছু পরে বোর্ডিং শুরু হয়েছে। বোর্ডিং প্রক্রিয়া শেষে কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিমানবন্দরের অন্যান্য উড্ডয়ন ও অবতরণ কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার উৎস খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।