‘দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র’ পাকিস্তান, পারমাণবিক অস্ত্র নিরাপদ নয়: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ: ১৫ মে, ২০২৫, ১২:৩৭
‘দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র’ পাকিস্তান, পারমাণবিক অস্ত্র নিরাপদ নয়: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর তত্ত্বাবধানে আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার শ্রীনগরে সেনাসদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “এমন দুর্বৃত্ত ও দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র কি নিরাপদ? আমি মনে করি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পরমাণু সংস্থার তত্ত্বাবধানে আনা উচিত।”

এই মন্তব্য আসে দুই দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনার কয়েকদিন পর।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বেসামরিক পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালায়, যার আওতায় নিয়ন্ত্রণরেখা (LoC), পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরের তথাকথিত সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এই হামলাকে পাকিস্তান তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করে পাল্টা সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় ‘অপারেশন বুনিয়ান-উল-মারছুছে’।

দুই দেশের এই পাল্টাপাল্টি হামলার মধ্যে নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তজুড়ে গোলাগুলি বিনিময়ের অভিযোগ করে উভয় পক্ষ।

পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে শনিবার উভয় দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়।

রাজনাথ সিংয়ের দাবি পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে চাপের মুখে ফেলতে ভারতের কূটনৈতিক কৌশলের অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে পাকিস্তানের পক্ষ থেকে এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।