পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

পতনের ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক এবং লেনদেন উভয়ই বেড়েছে। পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামও ঊর্ধ্বমুখী ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার প্রধান সূচক ডিএসইএক্স ৮২.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯৭৬ পয়েন্টে। অপরদিকে, ডিএসই-৩০ সূচক ৩৬.৮৮ পয়েন্ট বেড়ে হয়েছে ১,৮৭৩। তবে ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭৯ পয়েন্ট কমে নেমেছে ১,০৮১ পয়েন্টে।
লেনদেনের পরিমাণেও দেখা গেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। ডিএসইতে মোট ২৮ কোটি ৫৮ লাখের বেশি শেয়ার ও ইউনিট ১ লাখ ৬৯ হাজার বার হাতবদল হয়েছে। এতে মোট লেনদেন দাঁড়িয়েছে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৫০৬ কোটি টাকা।
এদিন ৩৯৬টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭৮টির দর বেড়েছে, ৭৩টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত ছিল।
বিভিন্ন ক্যাটাগরির পারফরম্যান্স
‘এ’ ক্যাটাগরির ২১৬টির মধ্যে ১৭২টির দর বেড়েছে, ২৭টির কমেছে, ১৭টি অপরিবর্তিত।
‘বি’ ক্যাটাগরির ৮৩টির মধ্যে ৪৯টির দর বেড়েছে, ২৫টির কমেছে, ৯টি অপরিবর্তিত।
‘জেড’ ক্যাটাগরির ৯৭টির মধ্যে ৫৭টির দর বেড়েছে, ২১টির কমেছে, ১৯টি অপরিবর্তিত।
মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৬টির লেনদেন হয়েছে, যার মধ্যে ৩০টির দর বেড়েছে, ২টি কমেছে এবং ৪টি অপরিবর্তিত ছিল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সিএসইতে ২২৮টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ৪৮টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত ছিল। এখানে মোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় দ্বিগুণের বেশি।
আপনার মতামত লিখুন