প্রধান উপদেষ্টার বক্তব্যে আশ্বস্ত জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় জাতি আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে দলটির আমির ড. শফিকুর রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণাকে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একদিন অনুষ্ঠিত হবে।”
এই ঘোষণার পর জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। ঘোষিত সময়সীমার মধ্যেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে—এটাই জাতির প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “জাতির দীর্ঘদিনের প্রত্যাশা হচ্ছে—সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে এবং ‘জুলাই সনদ’-এর বাস্তব রূপ দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনবে।”
এর আগে, প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছিলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে। প্রাথমিক সংস্কার সম্পন্ন হলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, আর আরও কিছু সংস্কার থাকলে জুনের মধ্যে। তবে নির্বাচন জুন পার হয়ে যাবে না বলেও তিনি পরিষ্কার করেছিলেন।
তবে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির মত দেন, আগামী বছর ফেব্রুয়ারির মধ্যভাগে রোজার আগেই নির্বাচন হওয়া সবচেয়ে উত্তম। আর কোনো কারণে তা না হলে এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, এপ্রিল পেরিয়ে যাওয়া উচিত নয়।
প্রধান উপদেষ্টার ঘোষণায় জামায়াত এখন এই সময়সূচিকে ইতিবাচকভাবে দেখছে এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করছে।
আপনার মতামত লিখুন