বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ধস, কমেছে জিপিএ-৫

রানা সন্যামত, বরিশাল ব্যুরো :
প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ১১:০৫
বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ধস, কমেছে জিপিএ-৫

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বোর্ডের পরিসংখ্যান বলছে, এবার পাস করেছে মাত্র ৫৬.৩৮ শতাংশ শিক্ষার্থী—যেখানে গত বছর এই হার ছিল ৮৯.১৩ শতাংশ। একইভাবে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে।

পাসের হার ও ফলাফলের এই পতনে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিলেও বরিশাল শিক্ষা বোর্ড বলছে, এবার পরীক্ষা গ্রহণে কঠোরতা ও অসদুপায় রোধের কারণে প্রকৃত মেধার ভিত্তিতেই ফলাফল এসেছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি জানান, এবার ৬ জেলার ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন শিক্ষার্থী ১৯৪টি কেন্দ্রে অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৩৯ হাজার ৫৪৮ জন ও ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। ছাত্রীদের ফলাফল এবারও ছেলেদের চেয়ে ভালো হয়েছে।

বোর্ড চেয়ারম্যান বলেন, আগে দেখা যেত, একজন পরীক্ষার্থীর খাতা দেখে অন্যরা লিখছে। পরীক্ষায় অসদুপায় ছিল প্রায় ওপেন সিক্রেট। কিন্তু এবার তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকারেরও স্পষ্ট বার্তা ছিল—প্রশ্নফাঁস বা নকল বরদাশত করা হবে না। ফলে প্রকৃত মূল্যায়নই উঠে এসেছে ফলাফলে।

বোর্ড সূত্র বলছে, পরীক্ষায় কড়াকড়ির এই বাস্তবতা চলতি বছরও অব্যাহত থাকবে।

প্রশাসনিকভাবে কোনো শিথিলতা না থাকলে সামনের বছরগুলোতেও এমন বাস্তব চিত্রই দেখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।