বাকেরগঞ্জে বাড়িতে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জে দিনদুপুরে নিজ ঘরে ঢুকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত এক যুবক। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধালমৌ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় সত্তার হাওলাদার (৬৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বৃদ্ধ সত্তার হাওলাদার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার স্ত্রী নাসিমা বেগম পাশের পাকঘরে রান্না করছিলেন। এমন সময় পাগলের ছদ্মবেশে এক যুবক বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সে ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে সত্তার হাওলাদারকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
চিৎকার শুনে স্বজনরা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পলাশ হাওলাদার জানান, বৃদ্ধের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ইসিজি করে দেখা গেছে তিনি মৃত। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীকে থানায় এসে মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন